মূলত দাদ জাতীয় একটি রোগ যা এক ধরণের ছত্রাকের কারনে হয়ে থাকে।দাদ হলেই আপনি চর্মচিকিৎসকের পরামর্শ নিন। আক্রান্ত স্থান পরিষ্কার রাখবেন। আক্রান্ত স্থানে কোনোপ্রকার মলম লাগাবেন না চিকিৎসক এর পরামর্শ ব্যতীত। নিম পাতার গুড়োর সাথে নারিকেল তেল গরম করে আক্রান্ত স্থানে প্রতিদিন ২-৩ বার করে লাগাবেন। আক্রান্ত স্থানে বরফ থেরাপি করুন। দাগ বাড়তে থাকলে দ্রুত চিকিৎসক এর পরামর্শ নিবেন।
দাদ যেন না হয় সেজন্য আপনাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছেন্ন থাকতে হবে, আপনাকে শরীরের গোপন স্থানগুলি পরিষ্কার রাখতে হবে,গোসলের সময় দেহকে উত্তমরূপে পরিষ্কার করা আবশ্যক।