নিম্নে গুরুত্ব দেয়া হলঃ-
অক্সিনঃ-
১। অক্সিন উদ্ভিদের শীর্ষস্থ ফাইটো হরমোন। শীর্ষ বৃদ্ধিতে, পাতা গজাতে সাহায্য করে।
২। এটি শীর্ষস্থ ভাজক টিস্যুর অগ্রপ্রান্তে অবস্থান করে।
৩। অক্সিন বৃদ্ধি বর্ধক হরমোন।
৪। মুকুল পাতা, নতুন কুড়ি, শীকড় গজাতে সাহায্য করে।
৫। বীজহীন ফল সৃষ্টি করতে পারে এছাড়া ফল ঝরা বন্ধ করে।
৬। অক্সিনের পরিবহন উদ্ভিদকোষে নিম্নমূখী।
জিবেরেলিন্সঃ-
১। জিবেরেলিনস শীর্ষ ছাড়া প্রান্তে অবস্থান করে।
২। অধিকাংশ জিবেরেলিনস পাকা বীজে, বীজপত্রে ও উদ্ভিদ দেহের বর্ধিষ্ণু অঞ্চলে দেখা যায়।
৩। জিবেরেলিনস অতি বৃদ্ধি ঘটা সাহায্য করে, এছাড়া বেড় বৃদ্ধি করতেও সাহায্য করে।
৪। জিবেরেলিনস ফুল ফোটাতে। বীজের সুপ্ততা সময় কমাতে সাহায্য করে।
৫। চারা গাছের পর্বমধ্য বৃদ্ধি ও বীজের অঙকুরোদগমে সাহায্য করে।
৬। এর পরিবহন স্থানীয়।
ইথিলিনঃ-
১। ইথিলিন একটি গ্যাসীয় জৈব রাসায়নিক পদার্থ।
২। ইথিলিন ফল, উদ্ভিদের পাতার সন্ধি পর্ব সন্ধি ইত্যাদি অঞ্চলে অবস্থান করে।
৩। এটি ফল পাকাতে সাহায্য করে।
৪। বীজ এবং মুকুলের সুপ্তাবস্থা ভাঙ্গতে সাহায্য করে, ফুল ও ফল সৃষ্টি করতে সাহায্য করে।
৫। ইথিলিন পাতা ও ফুল ফলের ঝরে পড়তে সাহায্য করে।
৬। স্থানীয় ভাবে সৃষ্টি হয়। কাচা ফলে সংশ্লেষিত হয়ে পাকতে সাহায্য করে।
ফ্লোরিজেন পাতায় পাওয়া যায় এবং এবং তা পত্রমূলে স্থানান্তরিত হয়ে পত্রমুকুল কে পুষ্পমুকুল এ পরিণত করে তাই দেখা যায় ফ্লোরিজেন উদ্ভিদের ফুল উৎপন্ন করে
এবং সাইটোকাইনিন বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন অ্যাবসাইসিক এসিড ও তাই।