উদ্ভিদ হরমোনঃ যেসকল জৈব রাসায়নিক উপাদান উদ্ভিদ দেহে উৎপন্ন হয়ে উদ্ভিদের বিভিন্ন প্রকার রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া, বৃদ্ধি, ফুল ফল ধারন ইত্যাদি নিয়ন্ত্রন করে তাদের হরমোন তথা ফাইটো হরমোন বা উদ্ভিদ হরমোন বলে।
নিম্নে হরমোনের গুরুত্ব দেয়া হলঃ-
১। বীজ থেকে চারা গজাতে হরমোনই বীজের খোলস ফাটিয়ে ভ্রুন মুকুল গজাতে সাহায্য করে।
২। বৃদ্ধির জন্য শীর্শে হরমোনই ভাজক টিস্যুর বিভাজন ঘটিয়ে বৃদ্ধিতে সাহায্য করে।
৩। আলোর দিকে বৃদ্ধি, ছায়াতে অবনমন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়।
৪। ফুল ফল ধারনে অক্সিন হরমোন সাহা্য্য করে।
৫। বীজহীন ফল সৃষ্টিতে অক্সিন, জিবেরেলিন্স ব্যবহার হয়।
৬। মূল গজাতে, কলমে দ্রুত মূল গজাতে অক্সিন প্রয়োগ করা হয়।
৭। ফল পাকতে ইথিলিন সাহায্য করে।
৮। বয়স্ক পাতা খসাতে এবসিসিক এসিড সাহায্য করে।
৯। দ্রুত বৃদ্ধি ও অসময়ে ফল সৃষ্টিতে হরমোন ব্যবহার হয়।
১০। দৈহিক ক্রিয়া বিক্রিয়া, বীজের সুপ্ততা, ভার্নালাইজেশন ইত্যাদি হরমোনের জন্যই ঘটে থাকে।
পরিশেষে বলা যায় যে উদ্ভিদ দেহে হরমোনের গুরুত্ব অসীম। এটিই উদ্ভিদ জীবনের কন্ট্রোলার।