বর্তমান সময় হচ্ছে স্মার্টফোনের সময়। স্মার্টফোনের চাহিদা ও আকর্ষন যেন চমকের সৃষ্টি করেছে। হাতে হাতে স্মার্টফোন চলে যাচ্ছে। আর এর সাথে পাল্লা দিয়া সাইবার অপরাধও বাড়ছে। তাই নিরাপদ থাকতে নতুন ফোন কিনে অবশ্যই কিছু সেটিং করে নিতে হয়। নিম্নে কিছু তুলে ধরা হলঃ-
১। স্মার্টফোন কেনার পর অন করেই ফোন মেমরি রিসেট করে নেয়া উচিত। তা না হলে পুর্ব ইন্সটল করা ক্ষতিকারক ফাইল থাকতে পারে।
২। কোন এপস এ প্রবেশ বা ব্যবহারের আগে পার্মিশন চেকাপ করে বুঝে শুনে অফিসিয়াল পার্মিশন গুলোতে পার্মিশন দিন।
৩। লোকেশন অফ রাখুন।
৪। ইন্সটল এপস চেক করুন। অপরিচিত এপস আনইন্সটল করুন।
৫।ওয়াইফাই, ব্লুটুথ অফ করে নিন
এভাবে যখন যা ব্যবহার করবেন দেখে শুনে নিন।