নেমাটোডা ও একাইনোডার্মাটা এর মধ্যে একাইনোডার্মাটা বেশি উন্নত।
নিম্নে নেমাটোডার বৈশিষ্ট উল্লেখ করা হলঃ
(১) দেহ নলাকার ও পুরু ত্বক দ্বারা আবৃত।
(২) পৌষ্টিক নালি সম্পূর্ণ, মুখ ও পায়ু ছিদ্র উপস্থিত।
(৩) শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত।
(৪) সাধারণত একলিঙ্গ।
(৫) দেহ গহ্বর অনাবৃত ও প্রকৃত সিলোম নাই।
উদাহরণ : কেঁচো কৃমি, ফাইলেরিয়া কৃমি।
এবং একাইনোডার্মাটা এর বৈশিষ্ট্যঃঃ
(১) এদের দেহত্বক কাঁটাযুক্ত।
(২) দেহ পাঁচটি সমান ভাগে বিভক্ত।
(৩) এদের পানি সংবহনতন্ত্র থাকে এবং নালী পদের সাহায্যে চলাচল করে।
(৪) পূর্ণাঙ্গ প্রাণীতে মাথা, অঙ্কীয় ও পৃষ্ঠদেশ নির্ণয় করা যায় না।
উদাহরণ : তারামাছ, সমুদ্র শশা।
নতুন শব্দ : সিলোম, সিলেন্টেরন, হিমোসিল, সিটা, পানি সংবহনতন্ত্র।
উপরের তুলনামূলক বৈশিষ্ট্য অনুসারে নেমাটোডা পরজীবি এবং দেহ সরল প্রকৃতির, বিশেষ কলাতন্ত্র গড়ে ওঠেনি। সংবহন তন্ত্রও নাই।
অপরদিকে একাইনোডার্মাটা প্রাণীরা স্বাধীনজীবি ও সামুদ্রিক। তাদের দেহে অপেক্ষাকৃত কলাতন্ত্র বেশি উপস্থিত। পরিবহনতন্ত্র না থাকলেও হেমোসিল রয়েছে ফলে এটি অপেক্ষাকৃত উন্নত।