প্রবাদে আছে, যে রাঁধে সে চুলও বাঁধে কথাটি কিন্তু একবারেই মিথ্যা নয়। এমন অনেক গুণীজন থাকেন যারা একসাথে অনেক কিছু সামলাতে পারেন।তারা মূলত বহুমুখী প্রতিভাবান ব্যক্তিত্ব। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতেও এমন বহুমুখী প্রতিভার বেশ কয়েকজন গুণী শিল্পী রয়েছেন, যারা একই সাথে ভাল অভিনয়শিল্পীর পাশাপাশি ভাল কণ্ঠশিল্পীও, অনেকে আবার একই সাথে ভাল নাচতেও জানেন। আজ আমরা আলোচনা করবো এমন ১০ জন তারকা শিল্পীদের নিয়ে যারা ন্যূনতম একটি সিনেমাতে হলেও পুরোদস্তুর গায়ক থেকে নায়ক বা গায়িকা থেকে নায়িকাতে পরিণত হয়েছিলেন। তবে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে জেমস, মিলা, সালমা, কণা, পড়শীসহ অনেক শিল্পীরাই সিনেমায় কাজ করলেও তাদের পর্দা উপস্থিতি ছিল অতিথি শিল্পীর হিসেবে। তাই তাদের এই তালিকায় রাখা হয়নি। তবে চলুন তাদেরকে নিয়ে আলোচনা শুরু করা যাক । ১০ জন তারকা যারা গায়ক থেকে নায়ক ও গায়িকা থেকে নায়িকা হয়েছেন।
১০ জন তারকা যারা গায়ক থেকে নায়ক ও গায়িকা থেকে নায়িকা হয়েছেন।
-
১০। তাহসান রহমান খান
-
৯। এস ডি রুবেল
-
৮। রাশেদ উদ্দিন আহমেদ তপু
-
৭। নুসরাত ইমরোজ তিশা
-
৬। মমতাজ
-
৫। ইরিন জামান
-
৪। মেহের আফরোজ শাওন
-
৩। খান আসিফুর রহমান আগুন
-
২। রুনা লাইলা
-
১। নায়ক জাফর ইকবাল