উপরিউল্লেখিত সাইটগুলো ওয়ার্ডপ্রেস সিএমএস দিয়া তৈরি। তাই এ ধরনের সাইট বানাতে কোডিং এর দরকার নাই যদি পছন্দমত থিমটি খুজে পান। আর যদি থিম এডিট করতে চান তবে html, php, css জানলেই যথেষ্ট। আর সামান্য জাভাস্ক্রিপ্ট জানলেতো কথাই নাই। আর কত টাকা লাগবে এর সোজা উত্তর নাই। আগে একটি প্রশ্নে এ বিষয়ে বলেছিলাম। তবে শুরুতে বেশি ভিজিটর পাবেন না বলে কম স্পেস হোস্টিং এ শুরু করলে খরচ কম হবে। যেমন ডোমেইন এর জন্য ৮০০ টাকা যদিও অফারে নিলে কম পাবেন। আর ৫০০ এমবি হোস্টিং ৬০০-৭০০ টাকায় পাবেন। এই যথেষ্ট। তবুও বলে রাখি যে, ডোমেইন ও হোস্টিং এর বিভিন্ন সিকিউরিটি ব্যবস্থা নিলে আরও খরচ পড়বে।