এভাবে লিস্ট প্রদান করা কঠিন। সাধারনত বিভাগের নাম দেখেই বোঝা যায় যে, কোন বিভাগে কি প্রশ্ন রাখতে হবে। যদি এমন প্রশ্ন হয় যে বিভাগ কোনটি তা বুঝতে পারছেন না তবে অনির্বাচিত বিভাগে প্রশ্ন করুন। পরে নির্বাচন সম্ভব হলে বিভাগ পরিবর্তন করা যাবে। তবে প্রাতিষ্ঠানিক বই পত্র বিভাগে শুধু মাত্র ক্লাসের বইয়ের প্রশ্ন করতে হবে আর উত্তরও হবে নোট গাইডের মত যাহাতে এ+ মার্ক পাওয়া যাবে। তেমন উত্তর দিতে হবে।
আর যদি নিজে কোন বিভাগ সাজেশন করতে চান তবে তা বলুন। গুরুত্ব বুঝে সে বিভাগ খোলা হবে।