এক কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস থেকে অন্য এক বা একাধিক কম্পিউটার বা ডিজিটাল ডিভাইসে তথ্য বা ডেটা আদান-প্রদান করাকে ডেটা কম্যুনিকেশন বলে।
কম্পিউটারে সম্পাদিত সকল কাজ বা কাজের উপাদান সবই তথ্য বা ডেটার অন্তঃভূক্ত। যেমনঃ কোন লিখিত টেক্সট। এটি সরাসরি তথ্য বা ডেটা বলে পরিচিত কিন্তু ছবি, অডিও, ভিডিও সবকিছুই তথ্য বা ডেটার অন্তঃভূক্ত। আর কম্পিউটার ইন্টারনাল ভাবে এসকল উপাদান বাইনারী ডেটা হিসাবে আদান প্রদান করে যোগাযোগ বা প্রয়োজন মেটায়।